কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার।

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার।
booked.net

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:- রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual5 Ad Code

ওসি বলেন, তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে ঘুমের মাঝে তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবুও মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Manual6 Ad Code

 

রামপুরা থানার ওসি আতাউর আরও বলেন, কয়েক বছর আগে তার স্ত্রীর সঙ্গে কণ্ঠশিল্পী মনি কিশোরের বিচ্ছেদ হয়েছিল। তার একটি মেয়ে রয়েছে।মেয়েটি যুক্তরাষ্ট্রে থাকে।

Manual6 Ad Code

Ad

Follow for More!