ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল।

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল।
booked.net

Manual6 Ad Code

খেলা ডেস্ক:- শারজায় নতুন ইতিহাস লিখল হিমালয়ের দেশ নেপাল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে দিয়েছে তারা। এটি আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম জয়।

 

এর আগে ২০১৪ সালে নেপাল আফগানিস্তানকে হারিয়েছিল, তবে তখন আফগানিস্তান সহযোগী সদস্য ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই নেপালের প্রথম মুখোমুখি লড়াই এবং প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। আর সেই ঐতিহাসিক সিরিজের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিল এশিয়ান দলটি।

 

টসে হেরে প্রথমে ব্যাট করে নেপাল ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১২৯ রানে।

Manual5 Ad Code

 

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নেপাল। দলের ছয়জন ব্যাটসম্যান অন্তত একটি করে ছক্কা মেরেছেন, ছয় বোলার উইকেট নিয়েছেন এবং ফিল্ডাররাও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

 

প্রথমে ব্যাট করে ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় নেপাল। তবে রোহিত পৌডেল ও কুশল মল্লার ৫৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কুশল ২১ বলে করেন ৩০, রোহিত ৩৫ বলে ৩৮ রান। শেষদিকে গুলশান জার (২২) ও দীপেন্দ্র সিং (১৭) দলের সংগ্রহকে নিয়ে যান ১৪৮-এ। বল হাতে হোল্ডার নেন ২০ রানে ৪ উইকেট।

 

Manual7 Ad Code

লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হলেও নেপালের স্পিনাররা দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাওয়ারপ্লের পরপরই অধিনায়ক রোহিত ও ললিত রাজবানসি একে একে ফিরিয়ে দেন প্রতিপক্ষ ব্যাটারদের। ৫৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।

 

শেষ দিকে আকিল হোসেন ও ফ্যাবিয়ান অ্যালেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জয় হাতছাড়া হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। শেষ ৩ ওভারে ৪৯ রান দরকার ছিল তাদের, কিন্তু ১৯তম ওভারে আকিল ১৮ রানে আউট হলে শেষ হয়ে যায় ম্যাচের উত্তেজনা।

 

Manual2 Ad Code

এটি ছিল পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের অষ্টম টি-টোয়েন্টি ম্যাচ, এবং প্রথম জয়। অন্যদিকে সহযোগী দলের বিপক্ষে এটি ওয়েস্ট ইন্ডিজের আরেকটি হতাশাজনক হার।

 

জয়ের পর নেপাল অধিনায়ক রোহিত পৌডেল বলেন, ‘অনুভূতিটা দারুণ। অনেক দিন অপেক্ষার পর অবশেষে কোনো টেস্ট খেলুড়ে দেশকে হারাতে পারলাম। এটা কেবল শুরু, সামনে আরও অনেক কিছু আসবে। আমাদের লক্ষ্য স্পষ্ট ছিল—সিরিজ জেতা। আমরা মাটিতে পা রেখে এগোচ্ছি।’

 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল অনুষ্ঠিত হবে।

 

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ১৪৮/৮ (রোহিত ৩৮, কুশল ৩০; হোল্ডার ৪/২০, আকিল ১/১৮)

ওয়েস্ট ইন্ডিজ: ১২৯/৯ (নভীন বিদাইসি ২২, আকিল ১৮; কুশল ২/১৭, রোহিত ১/২০)

ফল: নেপাল ১৯ রানে জয়ী

ম্যাচসেরা: রোহিত পৌডেল।

Manual6 Ad Code

Ad

Follow for More!