এবারের এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ হোসেন।

প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

এবারের এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ হোসেন।
booked.net
Manual6 Ad Code

ডেস্কঃ-টপ অর্ডার ব্যাটার আফিফ হোসেনকে সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ ২০২২-এর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়ার পর ২২ বছর বয়সী এই তরুণ দেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাছাড়া এই প্রথম বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন আফিফ।

Manual2 Ad Code

এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ঠিক আগে তাকে অধিনায়কত্বে দায়িত্ব দেয়া হয়।

Manual6 Ad Code

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। আঙুলে চোট পেয়ে তিনি সিরিজের মাঝপথে ছিটকে যান। এরপর এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও পরিপূর্ণ সুস্থ না হওয়ায় তার পরিবর্তে ওপেনার নাঈম শেখকে অন্তর্ভুক্ত করা হয়।

Manual3 Ad Code

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। এরপর ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

Manual8 Ad Code

ছবিঃ-টপ অর্ডার ব্যাটার আফিফ হোসেন।

Ad

Follow for More!