এবারের ঈদে পরীমনির উপস্থাপনায় নাচবেন অপু বিশ্বাস ও দীঘি।

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

এবারের ঈদে পরীমনির উপস্থাপনায় নাচবেন অপু বিশ্বাস ও দীঘি।
booked.net

Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ- চিত্রনায়িকা পরীমনির উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ঈদের অনুষ্ঠানে নাচবেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও দীঘি। এবারই প্রথম ক্যারিয়ারে অনুষ্ঠান উপস্থাপন করতে যাচ্ছেন নায়িকা পরীমনি।

Manual7 Ad Code

ঈদের দিন রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচার হবে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ইতিহাসে প্রথমবারের মতো প্রচারিত হচ্ছে তারকাবহুল ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’।

টেলিভিশন, চলচ্চিত্র ও গানের জগতের একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন। অপু বিশ্বাস ও দীঘির একক নাচের সঙ্গে থাকছে দলীয় নাচ। কোরিওগ্রাফি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন এ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

Manual4 Ad Code

অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‌্যাম্প শো। এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে।

Manual6 Ad Code

পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করবে অনুষ্ঠানটিতে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজু এর পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. তারিকুজ্জামান এবং মো. জামাল উদ্দিন জয়।

Ad

Follow for More!