সংবাদ দাতাঃ- প্রশাসনের কড়া নজরদারিতে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের উপ নির্বাচন শান্তি পুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকে খোরশেদ আহমদ খান সুইট কে বিজয়ী ঘোষণা করা হয়।
আজ ১০’ই ডিসেম্বর বুধবার দিনব্যাপী ভোট গ্রহণের পর তা গণনা শেষে রাত সাড়ে সাতটায় কুলাউড়া উপজেলা কন্ট্রোল রুমে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী এবং ওসি বিনয় ভূষণ রায় এর উপস্থিতিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলঃ- খোরশেদ আহমদ খান সুইট (চশমা – ৩২৮৮)।আব্দুল মোক্তদির মোক্তার (ধানের শীষ -৩২৪০)।খয়রুল আমিন চৌধুরী (আনারস – ১০১৮)।অধ্যাপক সিএম জয়নাল আবেদীন (নৌকা – ৯৬৬)।
উল্লেখ্য যে, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী মৃত্যুবরণ করায় এ পদটি শূন্য হয়ে যায়।
Leave a Reply