উত্তাল শাবিপ্রবি। শিক্ষার্থীদের মশাল মিছিল।

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

উত্তাল শাবিপ্রবি। শিক্ষার্থীদের মশাল মিছিল।
booked.net
Manual5 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের নবম দিনে কুয়াশাচ্ছন্ন রাত উপেক্ষা করে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি বাস ভবনের সামনে জড়ো হয়। এতে এক দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মেতে উঠেন তারা। এতে হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।

Manual1 Ad Code

এদিকে ৩৩ ঘণ্টা পার হলেও অনশন ভঙ্গ করেনি ২৩ শিক্ষার্থী। এরই মধ্য ৬ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছেন। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত কেউ লিকুইড নেননি বলে জানা যায়।

Manual6 Ad Code

মেডিক্যালে ভর্তি হওয়া অনশনরত  বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, ‘আপনারা অনেকে ভাববেন যে, আমি মেডিক্যালে ভর্তি হয়ে এখানে অনশন ভেঙ্গে ফেলেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এ স্বৈরচারী ভিসি পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভাঙ্গবো না।’

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!