কবিতা- ইলা , তুমি কেমন আছো ?

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২১

কবিতা- ইলা , তুমি কেমন আছো ?
booked.net

ইলা , তুমি কেমন আছো ?

{এজাজ আল মাছুম}

ইলা , এখন তুমি কেমন আছো
শীতের রাতে
লেপতোষকে ?

উষ্ণতার এক গন্ধ গায়ে
শত বছর পরের ঘুমে
রাত জাগা সেই শরীরবিলাস
এখন কি আর এমন আছে!

পূজোর রাতে খুব গোপনে
দেবতাদের চোখ এড়িয়ে
স্বর্গদোয়ার খোলা দেখে
সেই যে আমার স্বর্গারোহণ ;

এখন কেন দোযখের ওম
ঘামগরমে একলা থাকা
এখন কেন অকারনে
খামখেয়ালী পদ্য লেখা।

সূর্য ভরা আকাশ কেন
ঢেকে গেল মেঘের রোষে
কেন এমন প্রবল তুফান
সাজানো উঠান মাড়িয়ে দিল।

ইলা তুমি কেমন আছো
কেমন কাটে তোমার সকাল
ভাতঘুমের সব অলস দুপুর
বিকেলবেলার চা জুড়োল
তারপরেতে তোমার দেশেও
সন্ধ্যা নামে , রাত্রি আসে।
তোমার বুঝি রাত কাটে না
ঘুম আসে না।

ইলা , এখন তুমি কেমন আছো ?

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!