কবিতা- ইলা , তুমি কেমন আছো ?

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২১

কবিতা- ইলা , তুমি কেমন আছো ?
booked.net

Manual6 Ad Code

ইলা , তুমি কেমন আছো ?

{এজাজ আল মাছুম}

ইলা , এখন তুমি কেমন আছো
শীতের রাতে
লেপতোষকে ?

Manual5 Ad Code

উষ্ণতার এক গন্ধ গায়ে
শত বছর পরের ঘুমে
রাত জাগা সেই শরীরবিলাস
এখন কি আর এমন আছে!

পূজোর রাতে খুব গোপনে
দেবতাদের চোখ এড়িয়ে
স্বর্গদোয়ার খোলা দেখে
সেই যে আমার স্বর্গারোহণ ;

Manual1 Ad Code

এখন কেন দোযখের ওম
ঘামগরমে একলা থাকা
এখন কেন অকারনে
খামখেয়ালী পদ্য লেখা।

সূর্য ভরা আকাশ কেন
ঢেকে গেল মেঘের রোষে
কেন এমন প্রবল তুফান
সাজানো উঠান মাড়িয়ে দিল।

ইলা তুমি কেমন আছো
কেমন কাটে তোমার সকাল
ভাতঘুমের সব অলস দুপুর
বিকেলবেলার চা জুড়োল
তারপরেতে তোমার দেশেও
সন্ধ্যা নামে , রাত্রি আসে।
তোমার বুঝি রাত কাটে না
ঘুম আসে না।

Manual7 Ad Code

ইলা , এখন তুমি কেমন আছো ?

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!