ইউরো-২০২০ এর সেমিফাইনালে স্পেন ও ইটালি।

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

ইউরো-২০২০ এর সেমিফাইনালে স্পেন ও ইটালি।
booked.net

Manual4 Ad Code

ইউরো-২০২০  সেন্ট পিটার্সবার্গে নাটকীয় টাইব্রেকারে সুইজারল্যান্ডকে পরাস্ত করে স্পেন অন্যদিকে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ইটালি সেমিফাইনাল নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

প্রথম কোয়াটার ফাইনালে অতিরিক্ত সময় অবধি খেলার ফল ছিল ১-১। প্রথমার্ধে জাকারিয়ার আত্মঘাতী গোলে স্পেন এগিয়ে ছিল, দ্বিতীয়ার্ধে সমতা ফেরান জেরদান শাচিরি। ৭৭ মিনিটে রেমো ফ্রেউলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেও নির্ধারিত সময়ের বাকি ১৩ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে স্পেনকে গোল পেতে দেয়নি সুইজারল্যান্ড। শেষে অবশ্য উনাই সিমোনের জোড়া সেভ স্পেনকে পৌঁছে দেয় শেষ চারে।

আরো পড়ুনঃ   ওয়ানডে ক্রিকেট প্রথমবারের মতো স্পেনে।

অতিরিক্ত সময়েও স্পেন-ঝড় অনবদ্য দক্ষতায় রুখে দিচ্ছিলেন সুইস গোলকিপার ইয়ান সমার। অতিরিক্ত সময়ে খেলার ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। চলতি সপ্তাহেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে পিছিয়ে থেকেও সমতা ফিরিয়ে টাইব্রেকারে বাজিমাত করেছিল সুইজারল্যান্ড।

এরপর আজ তিনবারের ইউরো চ্যাম্পিয়নদের টাইব্রেকারে নিয়ে যায় দশজনের সুইজারল্যান্ড। ইউরোর ইতিহাসে এই নিয়ে চতুর্থবার একই ইউরোতে দুটি ম্যাচ টাইব্রেকারে নিয়ে গেল সুইজারল্যান্ড। ১৯৯৬ সালে ইংল্যান্ড ও ফ্রান্সের পর ২০১৬ সালে পোল্যান্ডের এই নজির ছিল। যদিও ওই দলগুলির মতো এবারেও টাইব্রেকারে হার মানল সুইসরা।

ইউরো-২০২০

দ্বিতীয় কোয়াটার ফাইনালে প্রথমার্ধ থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে টানটান ছিল ম্য়াচ। বল দখলের লড়াইয়ে ইতালি সামান্য এগিয়ে থাকলেও দুই দলই বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল। ১৩ মিনিটে বনুচ্চির গোল ভার প্রযুক্তির সাহায্যে অফ সাইড ধরা পড়ায় বাতিল হয়। ২২ মিনিটে ঝাঁপিয়ে পড়ে ডি ব্রুইনের গোলের প্রচেষ্টা ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে বাঁচিয়ে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা।

Manual2 Ad Code

এর চার মিনিট পর লুকাকুর প্রয়াস রুখে দেন তিনি। ৩১ মিনিটের মাথায় ইতালিকে এগিয়ে দেন নিকোলো বারেল্লা। ভেরাত্তির থেকে বল পেয়ে ডিফেন্ডারদের পরাস্ত করে দর্শনীয় গোল করেন তিনি। ৪৪ মিনিটে ইতালিকে ২-০ গোলে এগিয়ে দেন ইনসিনিয়ে, অ্যাসিস্ট সেই বারেল্লার।

Manual7 Ad Code

যদিও ৪৫ মিনিটের মাথায় দি লোরেনৎসো ডোকুকে অবৈধভাবে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় বেলজিয়াম। প্রথমার্ধের ইনজুরি টাইমের ২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লুকাকু।

Manual3 Ad Code

৬ জুলাই ওয়েম্বলিতে ইউরো-২০২০ সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইতালি।

Ad

Follow for More!