ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল।

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল।
booked.net
Manual3 Ad Code

এইচ ডি রুবেলঃ- কুলাউড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন তফসীল অনুযায়ী বৃহস্পতিবার (৪ নভেম্বর) তাদের এই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।এদের মধ্যে বয়স কম থাকায় ভূকশিমইল ইউনিয়নের সংরক্ষিত ১ আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী সুরাইয়া আক্তার রয়েছেন। তাছাড়া ঋণ খেলাপির জন্য কাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু তাহের ও পৃথিমপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুশন মিয়া’র মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।

Manual5 Ad Code

গত মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সহ চেয়ারম্যান পদে ৫৯ জন। সংরক্ষিত আসনে ১৬২ জন ও সাধারণ ওয়ার্ডে ১৯৫ জন সহ মোট ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে বাছাইপর্বে ৩ জন বাতিল হওয়ায় বর্তমানে মোট ৭১৬ জনের মধ্যে ৭১৩ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!