আলীনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ নারী-পুরুষ আটক।

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

আলীনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ নারী-পুরুষ আটক।
booked.net
Manual3 Ad Code

 

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার পৃথিমপাশার আলীনগর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ নারী-পুরুষ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  আলীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- বাগেরহাটের মৃত বাবুল শেখের ছেলে মো. রুবেল মিয়া (২৪), মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৭), মৃত মন্তাজ উদ্দিন খানের ছেলে মো. আলী আকবর (৬০), মৃত নেছার উদ্দিন শেখের মেয়ে নাছিমা বেগম (৩২), রহিম মিস্ত্রির মেয়ে ফারজানা আক্তার (১৮), মৃত ছত্তার হাওলাদারের মেয়ে পুতুল বেগম (৪০) এবং পিরোজপুরের সেলিম ফকিরের মেয়ে লাভনী আক্তার (২২), বারেক ফরাজির ছেলে সুহেল ফরাজি (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান শাকিব (২২) ও আব্দুল আজিজ শেখের মেয়ে নাছিমা বেগম (৩৬), পৃথিমপাশা ইউনিয়নের রাশিদ আলীর ছেলে তাজুল ইসলাম (২৭) ও আশব আলীর ছেলে শামীম আহম (২০)।

Manual2 Ad Code


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভারত থেকে অবৈধপথে আলীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আলীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে জানিয়েছে।

আটককৃতদের আজ রবিবার (১৪ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!