ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রিটিশ অভিনেত্রী আয়েশা রোজালি।

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২১

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রিটিশ অভিনেত্রী আয়েশা রোজালি।
booked.net

Manual2 Ad Code

অনলাইন ডেস্কঃ- ‘তুরস্কের বিখ্যাত ব্লু মসজিদে প্রবেশ করে একটি তাসবিহ ও জায়নামাজ নেই এবং কিছুক্ষণ তাসবিহ পাঠ করি। প্রায় এক ঘণ্টার মতো আমি তাসবিহ পড়ি, মসজিদের চারপাশ দেখে মুগ্ধ হয়ে পড়ি। মসজিদের ভেতরের সৌন্দর্য অবাক করার মতো। ভেতরে পরিবেশ অত্যন্ত শান্ত ও নীরব। আমার সামনে অনেক মানুষকে একসাথে নামাজ আদায় করতে দেখি। মসজিদের ভেতরের অবিশ্বাস্য মুগ্ধকর দৃশ্য ও নীরব পরিবেশ উপভোগ করতে থাকি। আমাকে দেখে কেউ আওয়াজ করছেন না দেখে খুবই অবাক হই।’ কথাগুলো গণমাধ্যমে বলছিলেন ব্রিটিশ অভিনেত্রী আয়েশা রোজালি ।

Manual8 Ad Code

আরো পড়ুনঃ থাইল্যান্ডে করোনার টিকা নিলে গরু পুরুস্কার!

Manual7 Ad Code

দুই বছর আগে আয়েশা রোজালি নামের ওই ব্রিটিশ নারী এ মসজিদ ভ্রমণে আসেন। এরপর থেকে তিনি ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন এবং পরবর্তীতে ইসলামের প্রতি গভীর ভাবে আকৃষ্ট হন, তা গ্রহণ করেন। এই মসজিদ টি সুলতান আহমেদ মসজিদ নামেও অনেকের কাছে পরিচিত। আয়েশা রোজালি আমেরিকার লস এঞ্জেলেসের বাসিন্দা। বর্তমানে তিনি নিজের ইউটিউব চ্যানেলে ইসলামের বাণী প্রচার করছেন।

রোজালি আরও জানান, ‘ইসলাম গ্রহণে আগ্রহীদের আমি সহায়তা করতে চাই। আমি চাই আরো বেশি মানুষ ইসলামের ছায়াতলে আসুক।’ তিনি বলেন, ‘মুসলিম হওয়ার আগে আমি কোনো ধর্ম অনুসরণ করতাম না। তবে ছোটবেলা থেকে একজন ঈশ্বর আছেন বলে আমার বিশ্বাস ছিল। তাছাড়া আমার মা-বাবা ধার্মিক না হওয়ায় ধর্মের প্রতি আমার অনুরাগও ছিল না। তাই ইসলাম ধর্ম গ্রহণের আগে তেমন ধার্মিক লোক আমি দেখিনি।’

তুরস্ক ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘তুরস্কে এসে ধর্ম সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ ছিল না। গুগলে চার্চ করে ব্লু মসজিদের সন্ধান পাই। মনে মনে ভাবি যে এই মসজিদে আমার যাওয়া উচিত।’মসজিদ পরিদর্শন করার আগে রোজালি স্থানীয় দোকান থেকে হিজাব কিনেন।

Manual3 Ad Code

Ad

Follow for More!