বাদ মাগরিব আব্দুল মুহিত সবুজের জানাযা। বিএনপির শোক প্রকাশ।

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২১

বাদ মাগরিব আব্দুল মুহিত সবুজের জানাযা। বিএনপির শোক প্রকাশ।
booked.net

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টঃ- মৌলভীবাজারের আকবরপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজের জানাযায় নামাজ আজ বাদ মাগরিব বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার জামে মসজিদে অনুস্টিত হবে।

জানা যায়, ঢাকা থেকে ফেরার পথে (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে ফল ও সবজিবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে গাড়ীতে থাকা সবুজ সহ ২ জন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আব্দুল মুহিত সবুজ গিয়াসনগর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি তিনি কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন। তার নিজ বাড়ি কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নে। এদিকে বিএনপি নেতা আব্দুল মুহিত সবুজ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার  হলে জেলা ও উপজেলা সহ প্রবাসে অবস্থানরত তার রাজনৈতিক সহকর্মী-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual7 Ad Code

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

বিএনপির শোক প্রকাশঃ- আব্দুল মুহিত সবুজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ  প্রমুখ।

নেতৃবৃন্দ তার রুহের আত্নার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!