আফগানিস্তানে মানুষের মাংস খাচ্ছে মানুষ!

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

আফগানিস্তানে মানুষের মাংস খাচ্ছে মানুষ!
booked.net
Manual1 Ad Code

অনলাইন ডেস্কঃ- আফগানিস্তানের মাদক রিহ্যাব কেন্দ্রে শত শত মাদকাসক্তকে আটকে রাখা হয়েছে। এসব ব্যক্তি এখন আফিম বা হেরোইনের বদলে খাচ্ছে মানুষের মাংস। সম্প্রতি আফগানিস্তানের রিহ্যাব কেন্দ্র পরিদর্শন করে আসা ডেনমার্কের এক সাংবাদিক এমন দাবি করেছেন।

Manual4 Ad Code

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ডেনমার্কের ওই সাংবাদিক রিহ্যাব কেন্দ্র থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন।

Manual8 Ad Code

ওই ব্যক্তি দাবি করেছেন, তালেবান পরিচালিত ওই রিহ্যাব কেন্দ্রের ভেতরের পরিবেশ ভয়ঙ্কর। রোগীদের ঠিক মতো খেতে দেওয়া হয় না। বেশির ভাগ দিনই তাদের অভুক্ত অবস্থায় থাকতে হয়। রোগীদের স্বাস্থ্যের কোনও খেয়াল রাখা হয় না। খাবার ও ঠিক মতো চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই রিহ্যাব কেন্দ্র থেকে মুক্তি পাওয়া ব্যক্তি দাবি করেছেন রোগীদের ঘাস খাইতে বাধ্য করা হচ্ছে।

গতমাসে ডেনমার্কের ওই সাংবাদিককে আফগান রিহ্যাব থেকে মুক্তি ওই পাওয়া ব্যক্তি বলেন, তারা (রোগীরা) একজনকে মেরে আগুনে পুড়িয়েছে। এরপর তার নাড়িভুঁড়ি পর্যন্ত গিলে খেয়েছে।’

Manual3 Ad Code

আব্দুল নামে ওই রিহ্যাবের আরেক বন্দি বলেন, সেখানে রোগীদের না খেয়ে থাকা সাধারণ ব্যাপার এবং রোগীরা না খেয়ে মারা যাচ্ছে।

Manual7 Ad Code

আবদুলের দাবি, সম্প্রতি ক্লিনিকের এক ব্যক্তিকে খুন করে তার মাংস খেয়েছেন কয়েকজন রোগী। এমনকি ওই ক্লিনিকের ভিতরের পার্ক থেকে একটি বিড়াল ধরে এনে, তার কাঁচা মাথা পর্যন্ত খেয়েছেন একজন।তথ্যসূত্র:- ডেইলি মেইল।

ছবিঃ- রিহ্যাব কেন্দ্রে বন্দী আফগানরা।

Ad

Follow for More!