আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ। নিহত ১১।

প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৩

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ। নিহত ১১।
booked.net

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ- আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দেশটির বাদাখশানের ফাইজাবাদে নবাবী মসজিদে বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তালেবান কর্মকর্তা রয়েছেন।

Manual4 Ad Code

আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিস্ফোরণের সময় মসজিদটিতে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদির অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল।

Manual5 Ad Code

আব্দুল নাফি বলেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে তালেবানের নিয়োগ করা স্থানীয় একজন সাবেক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Manual4 Ad Code

Ad

Follow for More!