আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর।

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২১

আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর।
booked.net
Manual8 Ad Code

অনিক রহমানঃ- আজ মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ সমাদৃত- সাফ চ্যাম্পিয়নশিপ। এশিয়া মহাদেশীয় আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে আগামী ১৬ দিন দক্ষিণ এশিয়ার ফুটবল ভক্তরা উপভোগ করবেন এ ক্রীড়াযজ্ঞ।

Manual2 Ad Code

ত্রয়োদশ আসরে মোকাবেলা করছে এ অঞ্চলের পাঁচটি দেশ – সাতবারের চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ, উঠতি শক্তি নেপাল, এক সময়ের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ১৮ বছর আগে এই শিরোপা উঁচিয়ে ধরা-বাংলাদেশ।

Manual4 Ad Code

বাংলাদেশ দলের হয়ে সুনীল ছেত্রী, আলী আশফাক এবং জামাল ভূঁইয়ার মতো আইকনিক খেলোয়াড়দের পাশাপাশি আহমদ ওয়াজিম রাজিক, আনিসুর রহমান এবং অনিরুদ্ধ থাপার মতো উঠতি তারকারাও এই রাউন্ড-রবিন সংস্করণের প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে কাঁধে কাঁধ রেখে লড়াই করার সুযোগ পাচ্ছেন।

Manual5 Ad Code

১৬ দিনের রোমাঞ্চকর লড়াই শেষে কোন দুটি দল ১৬’ অক্টোবর ফাইনাল খেলবে? তা জানতে আপাতত আপনার প্রিয় দল এবং ফুটবলারদের উপর চোখ রাখুন।

Ad

Follow for More!