আজ প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী’র জন্মবার্ষিকী।

প্রকাশিত: ৫:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২২

আজ প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী’র জন্মবার্ষিকী।
booked.net
Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ-সাংবাদিক, লেখক, টিভি উপস্থাপক, চলচ্চিত্র প্রযোজক। সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে ফজলে লোহানী জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবু লোহানী ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক।

Manual4 Ad Code

মাতা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা। বড় ভাই ফতেহ লোহানী বিশিষ্ট অভিনেতা, চিত্র পরিচালক, সাহিত্যিক, অনুবাদক ও বেতার ব্যক্তিত্ব।

Manual6 Ad Code

১৯৪৭ সালে ভারত বিভাগের পর তিনি অন্যান্য কয়েকজনের সঙ্গে সাপ্তাহিক পূর্ববাংলা নামে পত্রিকা প্রকাশ করেন। ১৯৪৯ সালে তাঁর সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত হয় উন্নতমানের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক অগত্যা পত্রিকা। পঞ্চাশের দশকে তিনি ইংল্যান্ড যান এবং বিবিসিতে কাজ করেন। ষাটের দশকের শেষ দিকে দেশে প্রত্যাবর্তন করে ফজলে লোহানী সাংবাদিকতা ও লেখালেখিতে জড়িত হন। ১৯৭৭-১৯৮৫ সাল পর্যন্ত সময়ে তিনি বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ পরিচালনা ও উপস্থাপনা করেন।

Manual1 Ad Code

লেখক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। ফজলে লোহানী পেনশন নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন। ১৯৮৫ সালের ৩০ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

Ad

Follow for More!