প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
অনলাইন ডেস্কঃ-কাতার বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে এসেছিল আর্জেন্টিনা, ছিলো দলটির অফুরন্ত আত্মবিশ্বাস। কেননা টানা ৩৬ ম্যাচ ধরে পরাজয়ের মুখ দেখেনি দলটি। তবে প্রথম ম্যাচেই তারা বিশাল এক ধাক্কা খায়, হতাশ হয় তাদের কোটি কোটি ভক্তরা। বিশ্বকাপের প্রথম খেলায় সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমে ২-১ গোলের ব্যবধানে হেরে গিয়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে দলটি উপর। আজ রাউন্ড ১৬-তে উঠার লড়াইকে টিকে থাকতে তারা রাত ১টায় মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে।
উত্তর এবং দক্ষিণ আমেরিকার সেরা দলগুলোর মধ্যে দুটি অন্যতম দলের মধ্যকার এই লড়াইটিতে নিঃসন্দেহে হট ফেভারিট থাকবে লিওনেল মেসির আর্জেন্টিনা। নকআউট পর্যায়ে যাওয়ার জন্য এবং বিশ্বকাপ শিরোপার দিকে একটি বিশাল ধাপ ফেলার পথে এই মেক্সিকোই তাদের সামনে সবচেয়ে বড় বাধা।
কাগজে কলমে মেক্সিকোর শক্তিমত্তা আর্জেন্টিনার থেকে অনেকটাই কম হওয়ায় তারা আন্ডারডগ হিসেবেই ম্যাচটি খেলবে এবং আর্জেন্টিনার জন্য যতটুকু সম্ভব তারা ম্যাচটি কঠিন করে তুলতেই চাইবে। অন্ততপক্ষে তারা এটি নিশ্চিত করতে চাইবে যেন তারা কোনো বিশাল ব্যবধানে না হারে, কারণ তেমনটি ঘটলে তাদের গোল ব্যবধানে সেটির বিরূপ প্রভাব পড়তে পারে, যা তাদের পরের রাউন্ডে যাওয়াটাকে আরো কঠিন করে তুলতে পারে।
আর্জেন্টিনা চাইবে প্রথম ম্যাচের সবকিছু ভুলে এ ম্যাচে নিজেদের পুরোনো ছন্দে ফিরে আসতে। কেননা এই ম্যাচেও যদি হার বা ড্র করে তাহলে কিছুটা অনিশ্চিত হয়ে যাবে তাদের দ্বিতীয় পর্বে উঠা। এরপর চেয়ে থাকতে হবে অন্যদলের দিকে যেটা অবশ্যই লিওনেল মেসিরা চাইবেন না। অন্যদিকে এবারের উত্তর আমেরিকা বিভাগের বিশ্বকাপ বাছাইপর্বে তেমন একটি বেগ পেতে হয়নি মেক্সিকোকে। এছাড়া প্রথম ম্যাচে পেয়েছিল পোল্যান্ডকে। তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল তারা। তাই তারা চাইবেই আর্জেন্টিনার প্রথম ম্যাচের পর আত্মবিশ্বাসে আঘাত পড়া স্থানে চেপে ধরে ম্যাচ থেকে পয়েন্ট বেড় করে আনার।
ধারণা করা যায়, জয়ের জন্য আলবেসিলেস্তেরা এই ম্যাচটিতে একটি ডমিনেটিং ভূমিকাই পালন করবে এবং তাদের টেকনিকালি শ্রেয় খেলোয়াড়দের ওপর ভর করে শুরু থেকেই ম্যাচটির নিয়ন্ত্রণ দখল করতে চাইবে। অবশ্যই সবকিছুর মধ্যখানে থেকে কলকাঠি নাড়বেন কিংবদন্তি লিওনেল মেসি। দুই দলের ইতিহাসের দিকে তাকালে, এর আগে বিশ্বকাপে এই দুই দল মোট তিনবার মুখোমুখি হয়েছে একে অন্যের। তার মধ্যে সবকটি ম্যাচেই জয়লাভ করেছে আর্জেন্টিনা।
ছবিঃ- অনুশীলনে ব্যস্ত আর্জেন্টাইন ফুটবলাররা।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us