সজল ছত্রী’র কবিতা- অন্তত তোমাকে বলি।

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

সজল ছত্রী’র কবিতা- অন্তত তোমাকে বলি।
booked.net

অন্তত তোমাকে বলি

সজল ছত্রী

আনন্দ একটি সীমিত লজ্জার নাম
যেমন জলের ভেতর মাছ, জলের ওপর নৌকা
অার শরীর লুকিয়ে জলে জলের ওপরই
হেসে থাকা পদ্মের মুখ — তুমি কিছুই দেখলে না!

মাছকে তার জল থেকে ছিন্ন করে
আহারে সাজালে, প্রিয়জনকে বানালে নৌকার মাঝি
দারুণ পদ্ম লাঞ্ছিত হল তোমার হাতের আক্রোশে
কোথায় পেলে প্রেম তুমি? আনন্দ কোথায়?

প্রেম একটি অসীম মন্দের ব্যাপার, না-বুঝেই
নিজেকে খরচ করবার বাসনা এবং গোপন আকুতি
এই নিরবিচ্ছিন্ন লজ্জা নিবারণের অনুশীলনের পরও
নিজে থেকে এলো না যে প্রেম, বহুমূল্যে তার দেখা মেলে?

আনন্দ ও লজ্জা নিয়ে এবার কবি– পদ্য লেখো তুমি
জানো — জলের ভেতর লুকিয়ে থাকে মনের জলাভূমি!

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad