অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো- শাবিপ্রবি।

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো- শাবিপ্রবি।
booked.net

ডেস্ক নিউজঃ- হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।সেই সঙ্গে সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তারা সেখানে টিয়ারশেল, ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ৩০-৪০ জন শিক্ষার্থী আহত ও কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে খবর পাওয়া গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!